কষ্ট আমার শেষজীবনের ভালোবাসা
সাইয়িদ রফিকুল হক


ঘর ভেঙ্গেছো ঘর বানিয়েছি
মন ভেঙ্গেছো মন বানাতে পারি নাই,
ভালোবাসা যা দিয়েছিলে মুছে গেছে
ভাঙ্গা-মনের আঘাত আজও ভুলি নাই!
তোমার হাসি আর তো দেখি না চোখে
কান্না শুধু এখন আমার চারিদিকে ভাসে,
তোমার কষ্টে পাগল হয়ে আমি কাঁদি
আর যে সবাই মুখটি টিপে শুধু হাসে!
মনের দুঃখে নতুন করে বানিয়েছি ঘর
আর সেখানে রাখি নাই কোনো আশা,
কষ্ট আমার আপন বলে ছাড়েনি পিছু
এই তো আমার শেষজীবনের ভালোবাসা।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৭/১০/২০১৬