পাকি-নামের শিয়াল
সাইয়িদ রফিকুল হক


পাকসেনারা পশুর মতো
হামলা চালায় রাতে,
ভাবলো তারা: বীর-বাঙালি
ভয়ে পালায় যাতে!
মানুষ-মারার ফন্দি করে
হায়নাগুলো হাসে,
বিশ্বজুড়ে পশুর দলেই
সাহায্যটা আসে!
ভয় পায় নারে বীর-বাঙালি
তবুও দাঁড়ায় রুখে,
দেশের জন্য জীবন দিতে
‘জয়-বাংলা’ আছে সবার মুখে।
নয়টি-মাসের যুদ্ধে তারা
জ্বাললো প্রেমের মশাল,
মুক্তিযোদ্ধার ভয়ে পালায়
‘পাকি’-নামের শিয়াল।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১০/১২/২০১৬