আঁধারমানুষ এখন শুধু
সাইয়িদ রফিকুল হক


অনেক বেশি আজ অন্ধকার লাগে,
আলোর পথ যে কে দেখাবে অনুরাগে?
খুব অন্ধকার আসছে ধেয়ে ভূতের মতো,
আলোর রেখা মুছে যাচ্ছে অবিরত!
অনেকজনই আজকাল আঁধার ভালোবাসে,
আঁধারমানুষ এখন শুধু অন্ধকারেই হাসে!
কে তাড়াবে এই আমাদের ঘুটঘুটে আঁধার?
সমাজপতি এখন দেখি অন্ধকারের বাদশাহ আবার!
যার কাছে আজ বলি এইসব অতিদুঃখের কথা,
সেই তো হাসে অন্ধকারে—কেউ বোঝে না ব্যথা।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/১২/২০১৬