বন্ধু তুমি
সাইয়িদ রফিকুল হক


কাজল-চোখে জল দেখেছি
আসার যেন নামে!
বন্ধু তুমি যাচ্ছো কোথায়?
কার সে ভুল-ধামে।
মুখের হাসি কবে যেন
গেছে তোমার ঝরে,
সবই আমি বুঝি এখন
তোমার হৃদয়-কথা পড়ে।
বন্ধু তুমি ভালো থেকো
আগের মতো হেসো,
মনটা বেশি খারাপ হলে
আমার কাছে এসো।
বন্ধু হয়ে আগের মতো
থাকবো তোমার পাশে,
হাসিমুখে এসেই দ্যাখো
তুমি আমার কাছে।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৩/০১/২০১৭