সবুজ গাঁয়ে শীত নেমেছে
সাইয়িদ রফিকুল হক


শীত নেমেছে সবুজ গাঁয়ে
ঝরছে ভীষণ কুয়াশা,
আগুন জ্বেলে গরিব চাষির
বেঁচে থাকার আশা।
মাঠেঘাটে নাই যে এখন
কৃষাণ-মজুর-কামলা,
সবুজ গাঁয়ে শীত নেমেছে
করছে ভীষণ হামলা!
হাতড়ে ফেরে সবাই এখন
পুরান কাঁথা-কম্বল,
গরম জামা মোটা কাপড়
সবার এখন সম্বল।
কেউ বা আবার আগুন জ্বেলে
করছে ভীষণ হল্লা,
সবুজ গাঁয়ে শীত নেমেছে
করছে বিরাট হামলা।



সাইয়িদ রফিকুল হক
০৮/০১/২০১৮