সত্য বলার অপরাধে
সাইয়িদ রফিকুল হক


সত্য বলার অপরাধে
জেল খেটেছে কেহ,
মিথ্যা বলে চকচকে হয়
কারও-কারও দেহ!
যুগজামানা পাল্টে গেছে
ঘুষের টাকার জোরে,
মিথ্যাবাদী কথা বলে
কেমনতর শোরে!
পাড়ায়-পাড়ায় বিল্ডিং বানায়
কালোটাকার মালিক,
চোখরাঙ্গিয়ে কথা বলে
পাশের বাড়ির গুশালিক!
মিথ্যাবাদী তবলা বাজায়
কত মনের সুখে,
সত্যবাদী জেল খাটে তাই
ভীষণ মলিন মুখে!
সত্য বলার অপরাধে
ফাঁসিও হতে পারে,
তবুও বন্ধু সত্য বলো
অনেক বেশি ধারে।


সাইয়িদ রফিকুল হক
২৭/০২/২০১৮