সুগন্ধিরা
সাইয়িদ রফিকুল হক


সুগন্ধি-রুমালের মতো কখন যেন
সে উড়ে এসেছিলো আমার কাছে,
আবার মিলিয়ে গেল সুগন্ধির মতো!
আর কখনও খুঁজে পাইনি তাকে।
অনেক আশায় কত যে খুঁজেছিলাম তাকে,
তবুও একদিনের জন্য খুঁজে পাইনি তাকে!
হয়তো সে এখনও সুগন্ধি হয়ে মিশে আছে
এই বাংলার আকাশের নিচে চিরহরিৎ ছায়ায়।
আসলে সুগন্ধিরা কখনও চিরস্থায়ী হয় না,
কিছুটা সময়ের জন্য এরা শুধু গন্ধ বিলায়
আর ক্ষণিকের জন্য মোহাচ্ছন্ন করে মানুষকে।
সাধারণ মানুষগুলো এদের সুগন্ধে হয়ে ওঠে তৃষ্ণার্ত,
কিন্তু এদের সুগন্ধে উন্মত্ত হয়ে ওঠে আধুনিক কুবের!
তাদের সামুদ্রিক তৃষ্ণায় নিঃশেষ হয়ে যায় সুগন্ধিরা।
গন্ধ ফুরালে আর-কিছুই থাকে না—
পড়ে থাকে শুধু এদের খোলস মাত্র,
আর মনে পড়ে শুধু গন্ধের রেশটুকু।
পাখির তবুও পড়ে থাকে ছায়ামায়া!
কিন্তু সুগন্ধিরা বড় অসহায়,
সময় ফুরালে তাদের কিছুই থাকে না।
তারা হঠাৎ মিলিয়ে যায় আর হঠাৎ নিঃশেষ হয়ে যায়
আধুনিক কুবেরদের মনমাতানো অতল-স্পর্শে।
আবার কখনও হিসেবি-মনে হঠাৎ ফিরে আসে সুগন্ধিরা,
কিন্তু সুগন্ধিরা কখনও সাধারণের আপন হয় না,
স্বার্থ ফুরালে সুগন্ধিরা সবাই চিরকালের মতো পর হয়ে যায়!
আপন শুধু সেই—যুগজনমের বন্ধু হয়ে কষ্ট সহে যে চিরকাল।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/১২/২০১৭