স্বপ্ন দ্যাখো
সাইয়িদ রফিকুল হক


স্বপ্ন ছিল চোখে-মুখে
মনটা ছিল শূন্য,
তোমার ভাগ্যে জোটেনি তাই
স্বপ্নলাভের পুণ্য।
হৃদয়টাকে শূন্য করে
বাইরে শুধু রঙ!
ঘুমের ঘোরে স্বপ্ন দেখে
কেন সাজলে সঙ?
স্বপ্ন দ্যাখো হৃদয়টাকে
ওই আকাশের মতো করে,
রূপসাধনার কায়িক শ্রমে
ফসল তোলো নিজের ঘরে।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৭/০৯/২০১৭