তবুও স্বপ্ন দেখে মানুষ
সাইয়িদ রফিকুল হক


বিশ্বাসের আকাশে দেখি মরীচিকা!
স্বপ্নগুলো খেলা করে নোনাজলে,
কোথাও দেখি না স্বস্তির নিঃশ্বাস,
জীবনযন্ত্রণার ক্যানসারে আক্রান্ত
তৃতীয় বিশ্বের মার খাওয়া ভাগ্যরেখা!
পদানত তকদির একটুখানি মোচড় দিয়ে
সাধ্যমতো উঠে দাঁড়াতে চায়! কিন্তু পারে না,
আবার কেমন করে যেন তা পদানত হয়ে যায়!
মহারথীদের চোখ দুটো এখন গ্লুকোমায়
আক্রান্ত হয়েছে বলে তারা আজ সম্পূর্ণ অন্ধ,
তবুও তারা কেমন করে যেন আমাদের সবকিছু দেখে,
আর কোমর সোজা করে দাঁড়ানো মানুষদের
আবার পদানত করে নেয় নিজেদের দানবীয় শক্তিবলে।
তবুও স্বপ্ন দেখে মানুষ মহামুক্তির আলোকিত মিছিলে,
তবুও মানুষ উঠে দাঁড়াতে চায় আত্মবিশ্বাসের বলে,
তবুও মানুষ বাঁচতে চায় শুধু মানুষের ভালোবাসার জোরে।



সাইয়িদ রফিকুল হক
০৪/০১/২০১৮