বৃষ্টি এলো বজ্রপাতে
সাইয়িদ রফিকুল হক


বৃষ্টি এলো বজ্রপাতে
ভাঙ্গলো গাছের ডাল,
বিশালবড় শিলাপাতে
ছিদ্র হলো চাল!
দিনমজুরের ভাঙ্গাঘরে
লাগলো ঝড়ের ঝাঁকি,
সব হারাতে আর কি থাকে
কোনোকিছু বাকী?
মুষলধারে বৃষ্টি নামে
জোছনাধোয়া গাঁয়ে,
রোদের জন্য কে ধরবে
মেঘের হাতেপায়ে!


বৃষ্টি এলো বজ্রপাতে
মরলো কৃষক মাঠে,
ওরে তোরা কেউ যাসনে
আজকে কোনো ঘাটে।
মেঘের ডাকে কানে তালা
লাগছে সবার ডর,
ঘরের কাছে ভাঙ্গছে বুঝি
গাছটা কড়মড়!
বৈশাখেরই ঝড়ের কোপে
যাসনে তোরা বাইরে,
বজ্রপাতে ঘটবে বিপদ
থাক না বসে ঘরে।


সাইয়িদ রফিকুল হক
২২/০৪/২০১৮