তোমার চোখ দুটি
সাইয়িদ রফিকুল হক


তোমার চোখ দুটি
একদিন তো খুব কাজলকালো ছিল,
আজ দেখি সেখানে জমেছে মেঘ যেন!
মেঘের ওপারেতে আবার দেখি ঘৃণার পাহাড়।
তোমার চোখ দুটি
একদিন তো খুব সুন্দর ছিল,
সেখানে ছিল নাতো পরপুরুষের কোনো ছায়া,
রোদের মতো যেন চোখ দুটি ছিল ভীষণ আলোকিত
এখন সেই চোখে জমেছে কত লোভ আর হিংসা!
তোমার চোখ দুটি
একদিন তো ছিল মানুষের মতো চোখ
আর ভালোবাসায় মাখামাখি ছিল সেই দুটি চোখ,
এখন তো সেখানে শুধুই জমেছে অহংকারের ফণা!
তোমার চোখ দুটি আবার কবে মানুষের চোখ হবে নিরুপমা?



সাইয়িদ রফিকুল হক
২৪/০২/২০১৮