তোমার চোখে দেখি
সাইয়িদ রফিকুল হক


তোমার চোখে দেখি শুধু সন্ধ্যা,
কখনও দেখিনি ভোরের আলো!
সবখানে আজও লেগে আছে যেন
গাঢ় থেকে আরও গাঢ় অন্ধকার।
তোমার চোখে দেখি শুধু অমাবস্যা,
ঘন অন্ধকার নেমে আসছে আজ
তোমার দু’চোখের গহীন সিঁড়ি ভেঙে!
তোমার দুটি চোখে দেখিনি কখনও
সকালের সূর্য আলো ঝলমল।
তোমার চোখে দেখি শুধু রাত্রি,
কখনও দেখিনি সেখানে একবার
রুপালি জোছনা, স্নিগ্ধ দুপুর,
কখনও দেখিনি বসন্ত-ঋতু!
তোমার চোখে দেখি শুধু অমানিশা,
সবখানে আজও লেগে আছে সন্ধ্যা!


সাইয়িদ রফিকুল হক
১৩/০৩/২০১৮