তোমার চোখে জল কেন?
সাইয়িদ রফিকুল হক


অনেক উপরে উঠতে চেয়েছিলে তুমি
কতদূর উঠেছো এতোদিনে?
হাত ফসকে পড়ে যেয়ো না আবার!
অনেক উঁচুতে ওঠার স্বপ্ন ছিল তোমার,
শুধু উপরে উঠতে চেয়েছিলে,
শুধু উপরে ওঠার সিঁড়ি হাতড়ে ফিরেছিলে,
শুধু সবাইকে পিছনে ফেলে উপরে উঠতে চেয়েছিলে!


অনেক টাকার হাতছানি তোমাকে মানুষের সখ্যতা
থেকে করেছিলো চিরতরে বঞ্চিত,
তুমি গাড়ির ধোঁয়া খুব ভালোবেসেছিলে,
তাই সাধারণ মানুষকে বিবাহের অযোগ্য
ঘোষণা করে নিজেকে সমর্পণ করতে চেয়েছিলে
নব্যজমিদারের হাতে!
তুমি অনেক দেখেশুনে-বুঝেশুনে বিয়ে করেছিলে
এক ঘুষখোর-মহাশয়কে!
তার অনেক বাড়ি ছিল! অনেক গাড়ি ছিল!
আর এখনও আছে সব বহাল তবিয়তে!
কত ক্ষমতা আর প্রতিপত্তি তার!
যেন রূপকথার নায়ক সে!
গতরাতেও তুমি ঘুমিয়েছিলে টাকার বিছানায়!
তবুও আজ সকালে তোমার চোখে জল কেন?



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/১১/২০১৭