*কবিতা মানে*


কবিতা মানে
নিরলস কষ্টে সাধনায় গড়া,
শিল্পীর এক অপরূপ সুন্দর শিল্প l


কবিতা মানে
জন-মানবের সুখ-দুঃখ নিয়ে
বিচিত্র রকম গল্প।


কবিতা মানে
ক্ষুদিত শিশু কেদেঁ কেদেঁ ঘুম যাওয়া,


কবিতা মানে
মাঝেমধ্যে বাবার শাসন, মা'র বকুনি শুনতে পাওয়া।


কবিতা মানে
কখনো বন্ধু-বান্ধবের জড়ো সংলাপ,


কবিতা মানে
সবার হাতে হাতে কফি বিংবা চায়ের কাপ।


কবিতা মানে
প্রেমিকার হাত থেকে পাওয়া
ভুল করে হলেও একখানি
টুক্টুকে লাল গোলাপ।


কবিতা মানে
দু,জনের মধ্যে সরাসরি অথবা
মোবাইল ফোনে মিষ্টি মিষ্টি আলাপ।