**বসন্ত**
'বসন্ত'তুমি ঋতু  রাজ,
তোমার জন্য ধরণী এতো অপূর্ব আজ।

তুমি আছো বলে
নিয়মিত গাছে ফোটে ফুল-ফল,
তুমি আছো বলে
প্রকৃতি আজ কতটা  সবল।

তুমি আছো বলে
পুস্প বাগানে দেখি মৌমাছির  আনাগোনা
মধু সংগ্রহের জন্য কত বাসা বোনা।

তুমি আছো বলে
প্রায় প্রতিটা প্রভাত বেলায়
পাখির সুমধুর কণ্ঠে হয় গান শোনা।

তুমি আছো বলে
তোমার অতুল স্পর্শে
গোঠা দেশ আজ ধন্য

তুমি আছো বলে
প্রাকৃতিক সৌন্দর্যে  পরিবেশটা
একদম পরিপূর্ণ।

তুমি আছো বলে
বাতাসে দখিনা দুয়ার গেছে খুলে,

তুমি আছো বলে
গোলাপ,বেলী কত রকমের ফুলেরা প্রজাপতির সঙ্গে দেখি
হেসে কথা বলে,

তুমি আছো বলে
এই সবুজ-শ্যামল দেশটা প্রকৃতির প্রেমে
আবার নতুন করে ঢলে পড়ে।