অধরা স্বপ্ন

শয়নে স্বপনে দেখেছি
তোমায় দু,নয়নে
এই বিশাল আকাশ যেমনি করে
নীল রঙ্গের বেনারসি শাড়ি পরে আছে,  ঠিক যেনো তাই তোমার আজ পরণে।

প্রখর গরমে মাটি যেমন বৃষ্টির আশায় থাকিয়ে রয় আকাশ পানে।
আমিও সেই একই গতিতে চলতে
থাকি শুধু তোমার টানে।

প্রায়ই মধ্যরাতে ঘুম ভেঙ্গেঁ যায়,
যখনই তোমার ছবি
আমার হৃদয়ে সদ্ম ফোটা শাপলা
ফুলের মতো ভেসে ওঠে।

আমার তখন ইচ্ছে হয় ভীষণ,
দক্ষিণের জানালাটি খুলে দেই এখন;
বসন্তের হাওয়ার মতো
তোমার স্পর্শ লেগে
আমার হিয়ায় উঠুক শিহরণ।
পথ পানে চেয়ে দেখি নাহি তুমি,
আমার হৃদয় তখন শূন্য মরুভূমি!