সাহিত্য কী?
সাহিত্য মানুষ কেন ই বা পড়ে?
এ নিয়ে ভেবেছি অনেক,
হয়তো, যেথায় মানুষের সুখ-দুঃখ,
বিরহ নিয়ে বাস্তব কোনো  
কাহিনী  লিপিবদ্ধ থাকে,
ঠিক যেন সংবিধানের ন্যায়,
কিছুক্ষণ পর, এটাই জবাব দেয়-বিবেক।

কে বলে সাহিত্যের প্রাণ নেই,
ভাষা নেই, সবই আছে তার;
যারা নীরব নিবৃত্তে
ও'র সঙ্গে কথা বলে থাকে,
তাদের জিজ্ঞেস করে দেখ একবার।

এ জগতে আছে কত অজানা-অচেনা,
আছেন কত মহা জ্ঞানী-গুণী,
সাহিত্যের ভাষায় যাদের আমরা
পন্ডিত বলে মানি,
সাহিত্য ব্যতিত ও'দের আমরা বলুন
কয়জন কেই বা ভালোভাবে  চিনি।

প্রেম-ভালোবাসায় যত আলাপ,
সাহিত্যের মধ্যে হয় তারই সংলাপ
যেমনি করে কবি জীবনানন্দ,
"নাটোরের বনলতা সেনের" প্রেমে খুঁজে পেয়েছিলেন এক অনাবিল আনন্দ।

শুধু তাই নয়,সাহিত্য মানুষকে
নতুন করে বাচঁতে শেখায়,
জীবনে চলার পথে
নানা বাধাঁ-বিঘ্নতায়
দৃঢ় মনোবল রাখতে শেখায়।

মানবের জন্য এ ভুবনে
নেই এমন কিছু অসাধ্য,
সাধনার তরে সকলই নত হয়ে
আজিকে সফল হতে বাধ্য।

এইতো ,সাহিত্যের কয়েকটি
পৃষ্ঠা সরিয়ে দেখি,
আব্রাহাম লিংকনের জীবনী;
একবার নয়,দু,বার নয়,
বারংবার প্রচেষ্ঠায় ,
সফলতার স্বাক্ষর রেখে গেছেন
যিনি সুন্দর এ ধরায়!