অভিলাষ

আমি 'তো তোমায় কখনো
ভুল করেও চাহিনি জীবনে,
তবু কেন হরিণি নয়নে
সারাক্ষণ চেয়ে রও তুমি আনমনে।

প্রেম,ভালোবাসা এসব কী; বুঝিনি!
কিংবা একবারও বুঝার চেষ্টাও করিনি,
কিন্তু এখন;
তোমার হিয়ার স্পর্শে আমার চিত্ত ,
একীভূত আলিঙ্গনে করছে
আজিকে দলীয় নৃত্য।

লেখনীর ইচ্ছে হয় যখন,
বিনা অনুমতিতে হৃদয়ে এসে
বার বার কড়া নাড় তখন,
ভেবেছি অনেক করবো বারণ,
তবুও বলা হয় নি শুধু একটি কথা ভেবে,
বোধয় কষ্ট পাবে ভীষণ।

সত্যি! ভেবে পাই না কী লিখবো?
গল্প, উপন্যাস না কবিতা,
ক্ষণে ক্ষণে এসে দেখা দাও
সংগোপনে না  তা  সবিতা।

দিবা-রাত্র ক্লান্ত হয়ে বিশ্রামের অভিলাষ নিয়ে  নিশীতে যখন নিদ্রায় যাই
কল্পনার আঙ্গিনাতে তুমি তখন উকিঁ দিয়ে অতীতের সবই ভুলিয়ে দু,নয়ন জুড়ে যেনো তোমায় দেখতে পাই।

প্রতিনিয়ত আপন ব্যস্ততার তাগিদে
যেতে হয় এই ভূ-পৃষ্ঠের কত বিচিত্র স্থানে, তখন প্রায়ই দেখা হয়
রাস্তা,পার্ক কিংবা কোন শপিংমলে
বিশ্বসেরা কত সুন্দরী রমণী;
তারপরও কেন এক মুহুর্তের জন্য
আজও তোমায় আমি ভুলতে পারিনি!!