অবহেলিত জীবন
   শেখ রুহেল
------------------------
ঝড়ের এই দূর্যোগদিনে
দেখলাম দক্ষিণ দুয়ারে চেয়ে
কতনা অন্ধ প্রতিবন্ধী আজ পেটেরটানে হামাগুড়ি দিয়ে উঠছে রাস্তা বেয়ে।
.
মেঘের আওয়াজ-গুড়গুড় করে
তার সাথে বিজলীও চমকায়
সব মানুষ তার আপন গতিতে চলছে
কেউ দেখি ও'দের দিকে
না ফিরে চায়!
.
এইদেখে একভাই অন্যকে বলে
কী করবে এখন বুঝে শুনে বল,
চারদিকে মেঘের ঘোর অন্ধকার নামছে বরং এখন বাড়ি ফিরে যাই চল।
.
দেখি একটু ধৈর্য ধর,ভেবে নি কিছু পাই
এইতো; দূরগাঁয়ের এক বাবুসাব আসছে এসো তাঁর নিকট দু'জন যাই।
বাবা-মা মোদের অসুস্থ হয়ে
মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে,
ছোট বোনটিও দু'দিন যাবৎ কিছু না
খেয়ে ক্ষিধের জ্বালায় পড়ে মরে।
.
সামান্য কিছু টাকা কড়ি দেবেন
দূরগাঁয়ের বাবুসাব?
বিধাতা আপনাকে অনেক দিয়েছে
পরকালে পাবে তার সওয়াব।
.
যাও যাও এখন যাও
পারবো না কিছু দিতে
খালি পকেটে আমিও বের হয়েছি
তারপরও হবে কিছু নিতে।
জীবন সংগ্রাম কী কষ্ট বুঝতে চাওনা কিছু
যেদিকে যাই সেদিকে দেখি
তোদের মত ছুটছে অনেক পিছু পিছু।
.
ও'গো হে বাবুসাব,
আপনি এটা কি বলেন-
প্রতিবন্ধী আর অন্ধ হওয়াতে
অবহেলায় অনেকে অনেককিছু
বলে ফেলেন!