সবকিছু ঠিক আবেগ নয়, জন্ম হয় এক পষাণের
বুকের ভেতর কষ্ট তবু পাষাণী হয়ত ন‌ই
প্রবাদ বলে, মানো তো সে ই ভগবান
কিছু কিছু স্মৃতি যা কেবলই আছড়ে পড়ে
গুমরে মরে মেঘের মতন, তাকেই যখন যত্ন করি
হঠাৎ কেমন বৃষ্টি এসে সুখের মতন কেঁদে মরে
ও মনরে যত‌ই বোঝাই একলা কেবল তুইই নয়
খ্যাপা বাউল, কবিও দেখ আছে কত
অনুরাগে ভাঙবে যত, তার চেয়ে গড়েছো অনেক বেশি
আমি কি খুব পাষাণী? ভগবান বলবে কি তারে?