ফুলের টবে স্বপ্ন,
উঁই পোঁকায় কুরে কুরে খায়;
স্তব্ধ দুপুর, জ্বলে যায় কঁড়া রোদে।
তবু হাতের মুঠোয় দুনিয়াটা তোর
সযত্নে রাখা।
কিছু দাঁড়কাঁকের কঁড়া নজর এড়িয়ে
তুই ক্লান্ত।
যদি ছোঁ মারে,
পালাবি কোথায় ?
তিন রাস্তার মোড়ে লকলকে জিভ
তোর প্রতিক্ষায়।
ও মেয়ে,
তুই আয় ফিরে আয়,
চার দেওয়ালে মুখ লুকাই।