জানি পুঁড়ে যেতে এ বুকের ছোঁয়া পেলে
একটা কবিতাও হতে পারত৷


ভিজবো বলে কখনো বৃষ্টিতে নামিনি
বৃষ্টিই আমাকে ভিজিয়ে দিয়েছিল৷


যে পাখিটা ঘুম ভাঙ্গিয়ে দিল
সে জানলো না কার স্বপ্নে বিভোর ছিলাম৷


পথিক হয়ে বসে আছি লাস্ট ট্রেনের অপেক্ষায়
এক এক করে নিভে গেল অপ্রয়জনীয় বাতি গুলো৷


সত্যিই কি কোন ট্রেন আসার কথা ছিল?


দৈব কাকে বলে জানিনা
অথচ
নৌকার পালে হাওয়া লাগিয়ে ছুটছে
অবিরত কল্পিত সময় ৷


আশ্চর্য এই
তোমার নামের 'ঙ' আর 'ক' মিলে রইল
শুধু মিশতে পারিনি আমি ৷