প্রিয় মৌসুমি,
একটা রক্তে ভেজা কবিতা চাই
আপনার জন্য আপনাকে চাই৷
বড্ড বেরসিক আপনি,
রোমান্টিকতার ছোঁয়ায় জাগিয়ে রাখুন প্রতিটা মুহূর্ত,
হতাশা আপনার জন্য নয়৷
বুঝবেন না তবুও বলছি
বিপ্লেবের জন্য বাড়িয়ে দেওয়া হাত চাই৷
আপনার কলমের এক বিন্দুতেই -
আবার উঠে দাড়াতে পারে আহত সৈনিক,
জেগে উঠতে পারে মৃত তরুন কবির দল...
আক্রমনাত্বক স্লিপিং পিলের, ঝিমিয়ে পড়া চোখের কাঁজলে
উৎসাহময় প্রেম চাই
মানুষের জন্য শিল্প চাই
শিল্পের জন্য, একটু বেশিই আপনাকে চাই...