সময় বয়ে যায় বৈশাখী মাতাল হাওয়ার মত,
কবি , তবু তোমার অহং ঘুচলো না...
ফিরে এসেও
যেতে চাও যে দূরে
এমন্দিরে
তোমার পদধূলি পড়ল না
ভাবি বসে
মনের কোনের একটি চাওয়া
কেন রাতের কালো মুছলো না৷
আর কি চাই
ভেবেই না পাই আসল কি চাওয়া
পাওয়ার বেলায় হিসাব মেলে না
বলি শেষে
আল্প হেসে তুমি কবি ইতিহাসের পাতায় ৷