এ.সি. র বাতাসে ততোটা প্রশান্তি নেই
যতোটা ছিল তোমার অধরে৷
জীবন এক যন্ত্রনার উপহাস মাত্র,
প্রমান করতে কোনো মহাপুরুষের বাণীর প্রয়জন হয় না ৷
আরও একটা বিশ্বাস
আরও কিছু নিশ্বাস
এখন ধুম জ্বর
এখনো ভাঙেনি ঘোর,
মিশরের নীল নদের কোনো নাবিক আমি
তুমি আবিষ্কৃত কোনো প্রাচীন পৃথিবী,
সেই প্রাচীন সভ্যতার ক্যনভাসে
তোমার ছবি এঁকে ভাসিয়ে দিয়েছি
নীল নদীতে
তুমি জানবেনা, অদূর ভবিষ্যতেও
তোমাকে খুঁজবে কোনো ভিন দেশীয় নাবিক
তুমি জানবে না,
তুমি জানবে না...