তুমি যেন হারিয়ে যাওয়া অবন্তিপুরী
ইট,পাথর ভাঙা আমি সাধারন নাগরিক
ইচ্ছে করে জড়িয়ে যাই তোমার ওই অবনন্ধ আঁচলে
প্রান প্রদীপ জ্বেলে বসে থেকো সন্ধা বেলা
রাজকুমারের বেশে হয়ত আসতেও পারি তোমার কুঠারে
ফুরিয়ে যেতে যেতে যেদিন তোমার শেষ আঙ্গুলের স্পর্শ চাইব
তুমি মেলে দিও অবধূত দু-হাত
তোমার ঠোঁটে ঠোঁট চেপে সুনামি ঘটিয়ে দিতে পারি,
নিতে পারি গলাটিপে ভালোবাসার প্রান