হাঁপিয়ে ওঠা জীবন থেকে নিস্তার পেতে
তোমার কাছে গেলাম,
তুমি বললে,
আমাকে চেন না ৷
চিনবেই বা কি করে ?
আমি ত আগের মত নেই,
যেমন ঘুমোতেপারি তোমার কোলে
তেতো স্বপ্নগুলোকে নষ্ট করে দিতে৷
বিলুপ্ত শরীরের ধোয়াশার মাঝে
একটু প্রান,
চায়
শীতল শ্রাবনের মেঘপুঞ্জ৷
তোমার ঘ্রান
কতটা শরীর পেলে খুশি হবে
জানতে,
পৃথিবীর গোপন গর্ভে আলাপ জমাতে পারি বেশ
এই রেশ
হারিয়ে যাওয়া কোন মাইক্রো সিমকার্ডের গল্পে নিহিত৷