মনখারাপের পিঠে চেপে
মেঘ গুলো পিছু নিল
তুমি জানলে না,
কচুপাতার স্বচ্ছ জলে লেখা ছিল 'নক্সীকাথার মাঠ'৷
প্রেম শব্দটার মানে জানা থাকলে
স্বপ্ন গুলো বিক্রি করে দিতাম বউবাজারের হাটে৷
প্রিন্সেপঘাট - ইডেনগার্ডেন - হাওড়াব্রীজ - ভিক্টোরিয়া
এমনকি ময়দানের খোলা চত্তরেও তোমাকে পেলাম না,
অতএব
মাটির ভাঁড়ে গরম চা আর শুকনো ধুমপান,
আমার কোলকাতা তখনো ত্রিফলার আলোয় জেগে স্বপ্ন দেখে,
নিমতলার মানুষ পোঁড়া গন্ধ
অবশিষ্ট ছাই ভেসে নিয়ে যায় গঙ্গার বুকে৷
রাত অনেক , ফিরতে হবে
হ্যা মানুষকে ফিরতেই হয়...