তখন ট্রাফিক জ্যামে কোন পুলিশের গন্ধ নেই
সারি সারি সময়ের লাশের উপরদিয়ে হেঁটে গেল পরিযায়ী স্মৃতিলেখ্য
রাতটাকে আরও গভীর করতে দু এক ফোঁটা বৃষ্টি হল না কেন?
উত্তর কি দেবে মরা চাঁদটা!
বলো আরও কত নিবেদন চাও?
পৃথিবী কে তেরো বছর উল্টো ঘুরিয়ে
তোমার কাছে ছুটে চলেছি
কখনো প্রেম শব্দটার মানে শরীর শরীর খেলা
কখনো বা রবি ঠাকুরের বিরহ সঙ্গীত
বরং
আমার প্রেম থাক ছেঁড়া পকেটে
ট্রাফিক জ্যাম, হৈ হুল্লোড়ে...