গোলাপী বিকেলের চড়ুইটা কখনোই বসন্তের রংটা চিনলো না…
কবি, আজও পিঁপড়ের ঘর বাঁধতে অসীম পরিশ্রম৷
ছোট ছোট স্বপ্নগুলো চিরকুটে লিখে ভাসিয়ে দিয়েছি জলে
সাধ করে তুলে নিও দু-একটি
একান্ত গোপন কিছু নয়
জেনো বিপ্লব এখনো থেমে যায়নি…