প্রথমত পিচরাস্তাটা নরম ও উত্তপ্ত
গোটা কয়েক পশুর শক্ত খুর-এ উঠে গেল কুঁচি পাথর
পাপের দাগ থেকে যায় কিংবা অনিষ্ঠ
ক্ষতের ভাগীদার কেউ ছিলনা,থাকেও না কখনো
তবুও সূর্যদয় মানতে হয়
প্রতি রাতের কলঙ্ক মাখা বৃষ্টিপাত
তুমি এখন শান্ত, নীরব, বোবা কান্না
হাত রাখো বুকে,
বলো
আমি কবিতা নই
কোনো কবির রাঙানো নকল বসন্ত নই
আমি নারী, যে নারী জন্ম দেয়
যে নারীর ব্লেডে ধার ছিল না
প্রয়জনে আমিও ক্ষত আঁকতে পারি
…আমিও