তুলিটার কালি ফুরিয়ে গেছে, স্বপ্ন আঁকবো কি করে বলো?
ক্যানভাস শুকিয়ে বেখাপ্পা
রুজি রোজগারের জন্য খালি পায়ে হাটা
কোলকাতা খুব গরম
দু টাকা র শুকনো মুড়ি
চিৎকারে গলা গেছে বিগড়ে
চার নম্বরে বলে রাখি কবিতা লিখে পেট চলেনা
তবুও
বাসে,ট্রেনে,অটোতে শোনা দু এক লাইন মনে রাখা
আর পারছিনা কঙ্কণা
এবার তুমি কোলকাতাকে কোলকাতা করে দাও
ফিরে এসো,এই ভোট রাজনীতি সব ভুলিয়ে
ফিরে এসো, রক্তের বিরুদ্ধে
তোমায় নিয়ে দু-কলম প্রেমের কবিতা লিখি
আমার শহর হয়ে উঠুক প্রেমময়
ঠিক তোমার চোখের মত