দুটো আচ জমে ছিলো ক্ষীণ
আসমানে তখনো উদাসী বুদ্ধু চাঁদ
আরও একটু উন্নীত হলে
ক্ষতি কি?
রাত আসুক নাইবা আসুক
ক্ষত ঠিক সেরে নেবে
বীজগণিত - পাটিগণিত - জ্যামিতি
একশো আট প্রদীপ
ঢুলু ঢুলু চোখ ঠিক কখন বারোটা
তুমি
আমি
আর সেই বুদ্ধু চাঁদ
শিখেনেবো বাকীটা