চলো পাল্টাই দু-মুঠো স্বপ্নের খেয়া পারাপার
এক রঙা বিকেলটাকে আরও একটু ভাঁজ করে
হেসে হেসে ভোঁ বাজিয়ে
চলোনা,কবিতা নামক পাগলামি কে আরও একটু উষ্কে দিই
এক ফালি চন্দ্রবিন্দু এঁকে পার্বতী, দূর্গা রা মুচকি হাসছে দেখো শিবের পাঁজরে
ওই পাগোলটাকে চেনোনি কখনো
একটা বারুদে মোড়া কবিতা
যাকে হাজার বার প্রশ্ন করতো
তুমি কে?
প্রশ্ন শুধু প্রশ্নই থেকে গেছে৷
একটা বোহেমিয়ান আবহাওয়া শীত এনে দিতে পারে ঠিকই
তোমাকে কতবার বলেছি
কখনো কপাল ঠুঁকে
কখনো বা...
না ই বা শুনলে সে সব
সকালের সূর্যদয় সাক্ষী রেখে
আরও চারটে মিথ্যে মিশিয়ে
চা এর কাপে ঠোঁট ছুয়ে
বোলবো ভালো আছি,ভালো আ...ছি
_________