আমিই সেই বেকার যুবকের সস্তা প্রেম
যেতে দাও যেদিকে যেভাবে যেতে হয়
তোমার ফ্যামিলিকে বলে দাও
এখনো পাগোল আছি কবিতার প্রেমে
অথচ ভুল, তবু ভুল কিছু কি?
তাকিয়ে থাকতে ভুলে গেছি চাকরির বিজ্ঞাপনে
অকেজো স্লিপিং পিল
আজকাল মন ভালো হয়ে গেছে
কিভাবে নকল মানুষ সেজে
আখের গুছিয়ে নিতে হয়
শেখানো হয়েছে শিখে গেছি
যেভাবে,যত রকমভাবে ভালোবাসলে প্রেমিক হওয়া যায়
আমি তার বিপরীতে রক্তক্ষয়ী সত্তা
প্লিজ কঙ্কণা,আমাকে কোনোদিনও প্রেমিক হতে বোলোনা


—————
কঙ্কণা সিরিজের শেষ কবিতা