প্রথম আপনার ফোন নাম্বার দেওয়ার পর
ভেবেছিলেন বিপদ জোগাড় করলেন।
অথচ আশ্চর্য এই
চিন্তার পরিবর্তে চিন্তনের গভীরে উপলব্ধি করলেন
নির্ভুল ভাবে আপনার বেডরুমের ঘড়ির কাঁটা থমকে দাঁড়িয়ে
আমি ঠিক জানিনা আপনার বিছানার চাদর কতটা
এলোমেলো হয়ে আপনাকে রোজ শাসন করেছে।
স্বভাব বসত অথবা প্রকৃতি বসত
আপনার কবিতার লাইন গুলি সবসময় এলোমেলো থাকতে চাইত
এই কবিতাই যে আপনার সঙ্গে প্রথম পরিচয়।
কি করে সম্ভব হল জানিনা
'প্রিয়' শব্দটা আপনার নামের পূর্বে জুড়ে র‌ইল
না না, শুধু মাত্র কবিতায়, একজন কবির কবিনী।