হেঁয়ালি নয় কবি আপনি যে সুন্দরের প্রতীক
তবে লাল আবিরে আপনাকে কতটা ভয়ঙ্কর মানিয়েছে
একমাত্র আমিই জানি
জানতাম একদিন আপনি
হ্যাঁ আপনিই সিঁদুর মেঘে পাড়িদেবেন কন্যাকুমারী
তবে ঠিক করেননি নরম হাতে কলম ছুঁয়ে
কবি অসহায় মানুষগুলো আপনাকে চায়, এই অসুস্থ সমাজ আপনাকে চায়
একটুকরো রুটির অধিকারের আশায় পথ শিশুটি
আপনাকেইতো চায়
পারবেন না! এই অধিকারের লড়াইয়ে অবতীর্ণ হতে? এ যে সুন্দরের‌ই দায় কবি।
হে সুন্দরীতমা তোমার নরম হাতের ছোঁয়ায়
কবিতা হয়ে উঠুক বিদ্রোহী
আগুনের অক্ষরে হোক কবিতার অভিষেক।