নিজেকে বড্ড অপদার্থ মনে হচ্ছে মৌসুমী
শুনতে পাচ্ছো ?
কারা যেন আমাদের যোগ্যতা, আমাদের পরিশ্রম
আমাদের স্বপ্নকে একটু একটু করে
কেড়ে নিয়ে ঢিবি করেছে ওই রাজনন্দীনীতে।
মশার কামড় সহ্য করে ফুটপাতে শুয়ে
কেঁদেছে কত যুবক-যুবতীর ভবিষ্যৎ
আমরা কিছুই করতে পারিনি কবি
অপদার্থের মত আমাদের সন্তানেদের হাতে তুলে দিয়েছি অপরাধ
যা আমাদের ই সন্তানের দিকে তাকিয়ে মুচকি হাসছে
তবুও আমরা কিছুই করতে পারছিনা
বদলা চাইনা, বদল চাইনা, বিচার চাইনা,
সমাজের এখন ভালোবাসার খুব প্রয়োজন কবি
যে ভালোবাসা গরীবের অন্ন, বেকারের কর্মসংস্থান
শিশুর মুখে হাসি এবং বৃদ্ধ মা-বাবার সহায় হবে।