কবি আপনাকে কি ভাবে ধন্যবাদ জানাব ভেবেই রাত্রি হল
আচ্ছা বলুনতো আপনি কতবার ট্রেনের ঠিক জানালার পাশে
না না শুধু জানালা নয় প্রচন্ড ভিড়ে ঠাসা কামরায়
অথবা কাঁধে ব্যাগ নিয়ে রাস্তায়
হতে পারে কোলে না পড়া ব‌ই নিয়ে
কবিতা নামক পাগলামি ভর করেছিল আপনার উপর?
ধন্যবাদ এই জন্যে জানাতে চাই পাগলী,
ঘুম যখন বেডরুমের ঘড়ির কাটাকে স্তব্ধ করে রাখে
চোখের পাতায় যখন বিরামহীন অনিদ্রার আকুতি
তখন, তুমি-কবিতা-তুমি-পাগলী-তুমি-কবি-তুমিই
সংগ্রাম, সম্ভ্রম, বাঁচা অথবা বেঁচে থাকা।