ধরা যাক বহু যুগ পর আপনার সঙ্গে দেখা
ঠিক দেখা নয়, আলাপ।
না না আলাপও নয়..
জীবনটাকে বড্ডবেশি  করে চিনে নিয়েছেন আপনি
নেওয়াটাও স্বাভাবিক
আপনাকে দেখার পর মনে হয়েছিল
জিতে গিয়েছেন
তবু... তবু বাস্তবতা একটু
একটু আলাদা মনে হয়েছিল
সেই মেহগনি পাতার মত টানা টানা চোখের
নির্বাক চাহুনি
রক্তরঙা মুখের মধ্যে আমিত্ব বোধ
বুকের ভেতর কাব্যিক ইশারা
কই সেই শয়তান কবিনীকে তো পেলাম না
যার কবিতা আমাকে সারা রাত পুড়িয়েছে।
আপনি বললেন - "তোমার সঙ্গে যোগাযোগ থাকলে হয়ত.."
আপনি কি ভাবছেন? কিছুই হতনা।
ভুল গুলি হয়ত আরও ভুল থেকে যেত!