কুমার নদীর ধারে
বেতের বনের ঝাড়ে
ডাহুক ডাকে একা
যায় না তারে দেখা।


নদীর পানি থৈ থৈ
ডাহুক তোর বাড়ি কই?
বেতের ঝোপে আমার বাড়ি
দেখলে এসো তাড়াতাড়ি।


বৃষ্টি এলে ভিজে যাস
জলে ভিজে খাবি খাস
এতে কী তোর কষ্ট হয় না
আমার ঘরে চলে আয় না!


বৃষ্টি এলেই ভালো লাগে
শরীরে শিহরণ জাগে
টিপটাপ শব্দ করে
বন্ধুর কথা মনে পড়ে।


কুমার নদী কুমার নদী
জোর জোয়ার আসতো যদি
ডাহুকের ঘর ভেসে যেত
আহা কত মহা হোত!