আকাশটা আজ অতি প্রেমাবেগী
অতি বলতে একটু বেশিই অতি ,
ঠিক এমন-ই এক অতি প্রেমাবেগী সকাল দিয়েই শুরু হবে,
আমাদের শত-সহস্র কদমের পথযাএা ৷
বৃষ্টি ভেজা পথ সাথে মেঘলা আকাশ
দু-পাশে শত-সহস্র সবুজের সমারোহ ,
বৃষ্টিতে ভিজে একেবারে নুইয়ে আছে সবুজরা।
যেন আমাদের এক নীরব অভিবাদন জানাচ্ছে
ভিজে নতুন প্রাণ পেয়েছে যেন ,
সবুজ টা আরো গাঢ় হয়েছে।
এ যেন আমাদের নতুন জীবনের,
নতুন প্রাণকে জানান দিচ্ছে,
এরি মাঝে হেটে যাচ্ছি আমরা।
আমাদের কারো মুখে কোন কথা নেই,
শুধু দুটি আখিঁ ভরে আছে হাসিতে ,
মাঝে মাঝে আড় চোখে চোখা-চোখি
অব্যক্ত হাজারো সপ্ন চোখে ।
হঠাৎ আলতো করে,
দুজনের হাতে স্পর্শ লেগে যাওয়া,
খুব অজান্তে
আবার,আপনি-আমি চোখা-চোখি !
আড়চোখে !
কিছুটা লজ্জা ! কিছুটা সংকোচ ! কিছুটা জড়তা !
আপনি বুজতে পারলেন আমায়,
সহজ করতে ঠোঁটের কোণে মিষ্টি হাসলেন
খুব আলতো করে পলক ফেলে,
আমিও তাই !
আবার শুরু পথচলা,গন্তব্য অজানা
আচ্ছা-
হঠাৎ পেছন থেকে যদি আস্ত একটা ভেজা কদম
গেঁথে দেন খোঁপায়,
খুব কি ভূল করে ফেলবেন ?
পথচলতে চলতে হঠাৎ যদি থমকে যায়
হঠাৎ যদি হয় মুখোমুখি
খুঊঊঊব হঠাৎ করে !
আর যদি বলেন আপনি-আমি মিলে কি
"আমরা" হতে পারি ?
যদি জিজ্ঞেস করি - ভালবাসেন?