(উৎর্সগ নাদিয়া এবং সকল নির্যাতিত নারীদের)


ধুলোয় রাঙা স্বপ্ন,
বিষাদে মাখা রাতের প্রহর।
নিরব প্রাণের নিঃস্বব্দ আত্রনাদ,
উন্মাদ প্রয়াসে মুখর।
ধানবের দেহে ড্যাকুলারের বাস,
কান্নার প্রলয় বাঁশি।
ধূসর গৌধুলির পাথারে,
যেন মানবতার ফাসি।
কত শত প্রাণের বলি,
অঝরেই মুছে গেল বাঁধন।
রক্ত স্নাত ধারায় বহে হাওয়া,
নিস্তব্ধতায় রইল গোপন।
তবুও জাগে হাজার নয়নে,
ব্যাথিত বলয়ের পাণে চেয়ে।
আবার একটি নতুন স্বপ্নের আশা,
আসবে মুক্তির বারতা নিয়ে।
দুর্গম পথের ঝড় জঞা,
মাড়িয়ে অরুনাচলে।
এক মুখর শ্লোগানে ভেসে,
বিদ্রোহের কন্ঠস্বরে দুলে।