যে গেল চলে কাঁদিয়ে,
মায়া মমতায় ঘেরা সংসার
সব পিছু ফেলে।
পুত্র স্বজন নাতি নাতনি ধন,
ভালবাসায় সাজানো ঘর
নিতর হয়ে সব ভুলে।
স্মৃতি নীড়ে মায়াময় ছায়া
ঘিরে যে ছিল মধ্যমণি,
সে দিল পাড়ি অচিন পুরে।
হবে না তা সাথে আর খুনসুটি
তুর স্কুল যাওয়া নি কেন আজ,
শুক্রবারেও স্কুল থাকে তিক্ত সুরে।
হবে না আর বলা----
আমার ওটা চাই ঐটা চাই দিতে,
আজি নইলে দিব আরি।
লক্ষি দাদি আমার,
আব্বাকে বল না জানলে বকা
দিবে ভীষণ ভারি।