রোদ্র হীন আকাশে এক খন্ড মেঘের ভেলায়,
আজ ক্ষেপে উঠল ধরণী।
মলয়ের আবিরে রাঙ্গল দক্ষিণ বাতায়ন,
পুস্প পুঞ্জে পুঞ্জে..........।।
আগুন লাগা এ বসন্তে,
ফগুনের হাওয়ায়।
কৃষ্ণচুড়া, শিমুল, পলাশ এ,
হৃদয়ের কথা বর্ণিল হয়ে য়ায়।
শিহরীত প্রহর দুঃসহ স্মৃতি,
পাজরে লালিত স্বপ্ন কাহনে।
এক মায়ের সন্তানহারানো আত্মচিৎকার,
রক্তে ভেজা পথের গহীনে।
ক্রুদে ভরা দৃপ্ত কন্ঠে উঠেছিল ধ্বনি,
রাষ্ট্র ভাষা বাংলা চাই।
মুখরিত কোলাহলে বয়েছিল বন্যা,
আমাদের অধিকার চাই।
অশ্রুশিক্ত বাবার চোখ দেখেছে,
ঘাতকের গুলি,সন্তানের লাশ।
মটরগান, আর রাইপেল গুরেছে কত,
শহর থেকে গ্রাম......।।
দিয়েছে মাটি বাসনার সুপ্ত আশা,
আজও মা খুঁজে,তার ছেলে আসবে বলে। 
সূযের লাল বৃত্তে, একটি বর্ণ হয়ে,
সবুজ ঘাসের বুকে মিশে।
হৃদয়ের হৃদয়ান্তে নব প্রাণের,
অগ্রদূত হয়ে সজীব  উল্লাসে ।