যে গেছে আমারে ছাড়ি,
তার বিরহে কেন হৃদয় পুড়াব?
মরে গেছে বইকি?
হৃদয়ের স্পন্দন।
যে গেছে মাড়িয়ে,
ভালবাসার এ ভুবন।
ঝরিয়ে নির্রব ক্রন্দন,
রঙ্গিন আলেয়ার স্পুরনে।
কিশালয়ে শ্যামলে লেগেছে,
যে অগ্নির স্পর্শ।
তার জন্য আবার নতুন কুঁড়ি,
যেন দুর্ধর্ষ।
যে মুগ্ধতা হেরি,
দিয়েছে ফাঁকি।
তব বন্দনায় জাগবে না,
কোনো ফুলের আঁখি।
যে পথের বায়ে গেছ চলে,
সেথায় হবে না কথা ।
তমালের কাঁটা ভরা,
গায়ে রবে না ব্যাথা  ।