মায়াবিনী
প্রভাতের গুঞ্জনে,
সূর্যের আমন্ত্রণে।
সোনালি আভায়,
তোমায় মুগ্ধতা হরায়।
কাঁজল কালো আঁখি,
দীর্ঘল চুলে।
সুবিত পবনের হাওয়ায়,
হাতের কাঁকন দোলে।
সিগ্ধতা ভরে,
মায়া ঘিরে.......।
বলা হয় নি,
ও সে মায়াবিনী   ।
কত কথার মাঝে,
স্বপ্ন ছুয়ে রঙ মাখে।
অগোচরে সাদা মেঘের নীলে,
হৃদয় যে তার ছবি আঁকে।
আজও হয়নি জানা,
তার এত মানা।
রোদ্র হাসির তটে,
ভাসে মনের পঠে।