আমি কত কাল পাড়ি দিব হে!
আমি বাঁচিতে চাই মহা কাল হতে মহাকাল
আমার সমুদ্র সমান ভালবাসা হায়,
তোমার কাছে কেবলি এক বিন্দু জল।
যাহা কেবল মূল্যহীন তোমার পাত্রে,
যে চায় না সে কভু বুঝে না।
এ ধরণীতে তারে ছাড়া যায় না বাঁচা,
ভালবাসা ছাড়া কিছুই থাকবে না।
অমৃতের স্বাদ যেন দূর আশা ওহে শোন,
ভিখারিনীর সাধ ছিল স্বপ্নময় রঙ্গিন।
কুঁড়ে ঘরে ভাঙ্গা চালের ফুটোয় চাঁদের আলো
অট্টালিকার জানালার চেয়েও অমলিন।
কেবল তোমার দুচোখের পাতায় স্বপ্নে,
ভেসে বেড়ানোর সময় হলো না পাওয়ার।
সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল,
প্রয়োজনে বদলে গেল চলার পথ জীবনের।