একটি উড়ু চিঠি লিখে উড়িয়ে দিলাম,
পৌছবে কিনা জানি না তবে মনের কথা গুলো লিখে দিলাম।
তোমার এত আনাগোনা,
তবুও রই এই বিকেলে আনমনা।
রাখবে কী এই হাতে হাত,
কথা হবে দুজনে চন্দ্রীমা রাত্র।
ফুলের সুভাষে চাঁদের ও হাসিতে,
একটুখানি ভালবাসিতে।
যদি মন চায় কথা বলিতে,
দুটু কথা হোক না হৃদয়েতে।
ফরন্ত বিকেলে পড়ল ছায়া,
রুদ্র খেলায় রয়েছে মায়া।
ও চোখের হাসিতে,
হৃদয় বীনার বাঁশিতে।
পড়ল তোমার এ কোন মায়ায়,
জীবনেরই বহতায়।
আমার এই উড়ু চিঠি,
বলে দেবে না বলা কথা যেটি।
তাই উড়িয়েছি নীল আকাশে
যেথায় সারাক্ষণ তোমায় নিয়ে ভাসে।