এসেছিলাম এই ধরাতে একলা শুন্য হাতে
যেতে হবে পরপারে রইবেনা কিছুই সাথে।
যেদিন যাবে প্রান পাখী খাঁচা শুন্য করে
সেদিন তোমায় যেতে হবে ঐ অচিনপুরে।


শুন্য খাঁচা ফেলে উড়াল দিবে প্রান পাখী
তখন তুমি একা হবে থাকেনা কেউ সাথী।
ভাবো তুমি সময় থাকতে অচিনপুরের ভাবনা
শুন্য হলে খাঁচা আমার এই ধরাতে রইবনা।


অচিনপুরের অচিন পাখি একদিন যাবে উড়ে
কাঁদবে সবাই পাখির শুন্য খাঁচা জুড়ে।
যেতে হবে অচিনপুরে এই দুনিয়া ছাড়ি
অচিনপুরে হবে চির কালের বাড়ি।